মো: দেলোয়ার হোসেনঃ
২০ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লায় বিপুল পরিমান মাদ্যকদ্রব্য ও দেশি বিদেশি অস্ত্রসহ পরাগ ও জহির হোসেন নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
কুমিল্লা সিটি করপোরেশনস্থ কুচাইতলী এলাকার হাউজিং স্টেটের ৫/১ ব্লক-জি, সেকশন–২ এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটক কৃতরা হলো, কুচাইতলী এলাকার মৃত আশরাফুল হকের ছেলে, মো: এনামুল হক পরাগ(৩২), আবু তাহেরের ছেলে, মো: জহির হোসেন(২৫)।
কুমিল্লা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর একটি অপারেশন দল মেজর এ জেড এম, সাকিব সিদ্দিকী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার কোতোয়ালী থানাধীন কুমিল্লা সিটি করপোরেশনস্থ কুচাইতলী এলাকার হাউজিং স্টেটের ৫/১ ব্লক-জি, সেকশন-২ এর নীচতলার সংস্কারস্থ একটি কক্ষ হতে পরাগ ও জাকিরকে আটক করে। এসময় তাদের কাছে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।