কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লায় আজাদ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের জোলাই গ্রামের একটি জঙ্গল থেকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
সে পার্শ্ববর্তী পূর্ব জোড়কানন ইউনিয়নের কমলপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে জোলাই গ্রামের একটি জঙ্গলে আজাদ হোসেনের (২২) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে থানায় নিয়ে আসে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) সজল কুমার কানু জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে (আজাদ হোসেন) নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।