ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ৮ মোটরসাইকেলসহ ৭ চোর গ্রেফতার

স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লায় ৩৬ ঘণ্টার অভিযানে পুলিশ ৮টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা মো. সুজনসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চুরি করার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
শনিবার দুপুরে থানায় এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা জেলার বুড়িচং উপজেলা সদরের শাহ আলম মেম্বারের ছেলে মো. সুজনকে (২৫) চুরির সরঞ্জামাদিসহ নগরীর ঝাউতলা এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পুলিশের দুটি টিম নগরী ও নগরীর বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য জেলার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. জনি (২২), রামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সবুজ (২৫), পরিহলপাড়া গ্রামের আব্দুর রবের ছেলে রায়হান ভূঁইয়া ইমন (২৮), বাড়িকোঠা গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. জসিম (৩৬), সিন্দুরিয়াপাড়া গ্রামের অলি উল্লাহর ছেলে মো. ইমরান (২২), চান্দিনা উপজেলার মহারং গ্রামের আব্দুর রবের ছেলে মো. সোহেলকে (৩০) গ্রেফতার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, চোর চক্রের হোতা সুজনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি ও ছিনতাইসহ আদালতে ৭টি মামলা বিচারাধীন আছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ-সার্কেল) তানভীর সালেহীন ইমন, জেলা ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় ৮ মোটরসাইকেলসহ ৭ চোর গ্রেফতার

আপডেট সময় ০৩:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লায় ৩৬ ঘণ্টার অভিযানে পুলিশ ৮টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা মো. সুজনসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চুরি করার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
শনিবার দুপুরে থানায় এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা জেলার বুড়িচং উপজেলা সদরের শাহ আলম মেম্বারের ছেলে মো. সুজনকে (২৫) চুরির সরঞ্জামাদিসহ নগরীর ঝাউতলা এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পুলিশের দুটি টিম নগরী ও নগরীর বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য জেলার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. জনি (২২), রামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সবুজ (২৫), পরিহলপাড়া গ্রামের আব্দুর রবের ছেলে রায়হান ভূঁইয়া ইমন (২৮), বাড়িকোঠা গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. জসিম (৩৬), সিন্দুরিয়াপাড়া গ্রামের অলি উল্লাহর ছেলে মো. ইমরান (২২), চান্দিনা উপজেলার মহারং গ্রামের আব্দুর রবের ছেলে মো. সোহেলকে (৩০) গ্রেফতার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, চোর চক্রের হোতা সুজনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি ও ছিনতাইসহ আদালতে ৭টি মামলা বিচারাধীন আছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ-সার্কেল) তানভীর সালেহীন ইমন, জেলা ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।