দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছর পূনর্মিলণীতে ২৪ জানুয়ারী সমাবেশ সফল করার লক্ষে কর্মী সমাবেশ করেছে কমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিকের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন।
কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক সাইফুর রহমান সাইফ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অঃ মোহাম্মদ আলী সুমন।
অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন মেঘনা উপজেলার ছাত্রলীগের সভাপতি আল আমিন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিবুল ইসলাম নয়ন, দেবিদ্বার উপজেলার আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ।