তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে কুমিল্লার নামে বিভাগের দাবিতে মানবন্ধন করেছে অরাজনৈতিক সংগঠন স্কুল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা)। আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে কুমিল্লার নামে বিভাগের দাবিতে একাত্মতা ঘোষণা করেন।
মানবন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আব্দুর রহমান শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মাসুদ রহমান, আবু মুসা, ইয়াসিন খান সুমন, রাসেল ভুইূয়া, ইকরাম, সবুজ হাসান, মো. শাকিল, মো. কালাম, হাবিবা, স্মৃতি, সালমা ও মাকসুদা প্রমুখ।
এসময় বক্তারা ময়নামতি নয় কুমিল্লা নামে বিভাগের জোরালো দাবী জানান এবং বলেন জেলার নামে না হয়ে সাধারণ একটি ইউনিয়নের নামে বিভাগ মেনে নেয়া যায়না এবং ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যকে ধরে রাখতে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।