ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি নির্বাচনে আচরণ লঙ্ঘনে চিঠি

স্টাফ রির্পোটারঃ
কুমিল্লা সিটি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক সংসদ সদস্য ও দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে।
জানা যায়, এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। কিন্তু গত শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজে এক বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নৌকা প্রতীকে ভোট চান। অপরদিকে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় দোয়া ও কুশল বিনিময় করছেন। এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলে সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা চেয়ে তাদেরকে এই চিঠি দেওয়া হয়েছে।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল শনিবার বিকালে পৃথক ওই ৩টি চিঠি তাদের বরাবরে প্রেরণ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে রকিব উদ্দিন মণ্ডল জানান, সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে প্রার্থীদের এ ধরণের জনসংযোগ করার কোনো বিধান নেই। এছাড়া সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুসারে সংসদ সদস্যগণের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ নেই।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে “ওয়াকিাথন” এবং কল্যান রাষ্ট্রগঠনে মুক্ত আড্ডা

কুমিল্লা সিটি নির্বাচনে আচরণ লঙ্ঘনে চিঠি

আপডেট সময় ০৩:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
স্টাফ রির্পোটারঃ
কুমিল্লা সিটি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক সংসদ সদস্য ও দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে।
জানা যায়, এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। কিন্তু গত শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজে এক বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নৌকা প্রতীকে ভোট চান। অপরদিকে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় দোয়া ও কুশল বিনিময় করছেন। এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলে সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা চেয়ে তাদেরকে এই চিঠি দেওয়া হয়েছে।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল শনিবার বিকালে পৃথক ওই ৩টি চিঠি তাদের বরাবরে প্রেরণ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে রকিব উদ্দিন মণ্ডল জানান, সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে প্রার্থীদের এ ধরণের জনসংযোগ করার কোনো বিধান নেই। এছাড়া সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুসারে সংসদ সদস্যগণের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ নেই।