এন এ মুরাদঃ
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের উদ্দ্যোগে খামার গ্রামের কৃষক মোঃ মোস্তফা মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন বাংগরা বাজার থানা ছাত্রলীগ।
এসময় ধানকাটার নেতৃত্ব দেন বাংগরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম। কৃষক মোস্তফা মিয়া বলেন,করোনা ভাইরাসের কারনে শ্রমিক এবং অর্থ দুটি সমস্যা ভুগছিলাম। আমার পাকা ধানগুলো পড়ে জমিনে নষ্ট হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমার ৩০ শতাংশ ক্ষেতের ধান কেটে দেন ছাত্রলীগের লোকজন। বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম বলেন এই মানবিক কাজটি আমরা শুরু থেকে করে আসছি।
এরই ধারাবাহিকতায় আমরা বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের কৃষক মোস্তফা মিয়ার ধান কেটে বাড়ি পৌছে দেই। এসময় আমার সাথে ছিলেন বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমির হোসেন লালন, আহবায়ক হিমেল আহমেদ, থানা ছাত্রলীগের সদস্য মাইনুল ইসলাম, আফজাল হোসেন সাগর, শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ইমরান হোসেন,হাবিবুর রহমান ৬ নং বাংগরা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুছ মমিন ৪ নং পূর্ব ধৈইর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান বশরী সাধারণ সম্পাদক রবিউল হক, টনকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন ভুইয়া ৩ নং আন্দিকুট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম সরকার, সহ সভাপতি আজহারুল ইসলাম ২ নং আকুবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিপ্লব মোল্লা, ১ নং শ্রীকাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর, যুগ্ম সম্পাদক সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলামসহ অনান্য সদস্য বৃন্দ।