ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কেওটগ্রামে সরকারি সম্পত্তি দখল করে বাড়ী-ঘর নির্মান

মো: দেলোয়ার হোসেনঃ

৩১ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের কেওটগ্রামে প্রায় দেড় একর সরকারী সম্পত্তি গোবাম (গরু-ছাগল চারন ভূমি) দখল করে বাড়ি-ঘর নির্মান ও জমি বিক্রি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জনস্বর্থে কেওয়টগ্রামের সুশিল সমাজ জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমির) বরাবরে লিখিত অভিযোগ করেও কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনয়নের ১৭০ নং কেওটগ্রাম মৌজার, ৫৯৭ দাগে প্রায় দের একর সরকারী সম্পত্তি গোবাম (গরু-ছাগল চারন ভূমি) জমির এক অংশ মাটি কেটে জায়গার অধিকাংশ জমিতে তোলা হয়েছে বাড়ি-ঘর।

জানা যায়, শুশুন্ডা গ্রামের আয়োব আলী মেম্বার, কেওটগ্রামের হোসেন মিয়া, হুমায়ন লিটনের নেতৃত্বে একটি ভূমিদস্যু সম্পূর্ন অবৈধভাবে মাত্র দখল সূত্রে বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। যা থেকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব।

এ ব্যাপারে জাহাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো: সাইফুল্লাহ জানান, আমি এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। কতৃপক্ষের নির্দেশা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সহকারী কমিশনার ভূমি মো: জাকির হোসেন দখলের বিষয়টি স্বীকার করে জানান, আমরা উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছি। উচ্ছেদের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

তারেক রহমান ও কায়কোবাদ মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় মুরাদনগরে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা

কেওটগ্রামে সরকারি সম্পত্তি দখল করে বাড়ী-ঘর নির্মান

আপডেট সময় ০৬:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০১৫

মো: দেলোয়ার হোসেনঃ

৩১ জানুয়ারী ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):

মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের কেওটগ্রামে প্রায় দেড় একর সরকারী সম্পত্তি গোবাম (গরু-ছাগল চারন ভূমি) দখল করে বাড়ি-ঘর নির্মান ও জমি বিক্রি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জনস্বর্থে কেওয়টগ্রামের সুশিল সমাজ জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমির) বরাবরে লিখিত অভিযোগ করেও কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনয়নের ১৭০ নং কেওটগ্রাম মৌজার, ৫৯৭ দাগে প্রায় দের একর সরকারী সম্পত্তি গোবাম (গরু-ছাগল চারন ভূমি) জমির এক অংশ মাটি কেটে জায়গার অধিকাংশ জমিতে তোলা হয়েছে বাড়ি-ঘর।

জানা যায়, শুশুন্ডা গ্রামের আয়োব আলী মেম্বার, কেওটগ্রামের হোসেন মিয়া, হুমায়ন লিটনের নেতৃত্বে একটি ভূমিদস্যু সম্পূর্ন অবৈধভাবে মাত্র দখল সূত্রে বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। যা থেকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব।

এ ব্যাপারে জাহাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো: সাইফুল্লাহ জানান, আমি এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। কতৃপক্ষের নির্দেশা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সহকারী কমিশনার ভূমি মো: জাকির হোসেন দখলের বিষয়টি স্বীকার করে জানান, আমরা উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছি। উচ্ছেদের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।