ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনার ৫৫ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
নতুন বইয়ের সুগন্ধ ছড়িয়ে পড়েছে কুমিল্লা তথা বাংলার আনাচে-কানাচে সর্বত্র। বছরের শুর”তে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীরাও বইয়ের পৃষ্ঠা উল্টাতে শুর” করেছে। বিদ্যালয় থেকে নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে কোন বই কেমন হয়েছে, কোন বইয়ের রং কি, ভিতরের পাতায় কি আছে এমন কৌতুলে উল্লাসিত শিক্ষার্থীদের যেন তর সইছে না।
প্রাথমিক থেকে শুর” করে মাধ্যমিক পর্যন্ত কোন শিক্ষার্থী নেই এমন পরিবার খুজে পাওয়া কঠিন। উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ২০ হাজার ও প্রাথমিক পর্যায়ের ৩৫ হাজারসহ মোট ৫৫ হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। যারফলে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্য দিয়ে প্রায় প্রতিটি ঘরেই পৌঁছে গেছে নতুন বই।
রোববার (১ জানুয়ারী) সকালে বই উৎসব উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। উপজেলার সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মাধাইয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুর” করে গোবিন্দপুর, তুলাতলী, বাড়েরা দক্ষিণ, বাড়েরা উত্তর, দোবারিয়া, গড়ামারা, বাতাবাড়িয়া, বরকইট, মধ্যমতলা, শালচর, শ্রীমন্তপুর, পিহর, ছাতাড্ডা, বাণিয়াচং, রসুলপুর, মেহার, রানীচরা, চিড়াড্ডা, বামুটিয়া, ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি অধ্যাপক মো. আলী  আশরাফ এমপি’র ব্যানারে বই বিতরণ করা হয়।
বই বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

চান্দিনার ৫৫ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

আপডেট সময় ০২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
নতুন বইয়ের সুগন্ধ ছড়িয়ে পড়েছে কুমিল্লা তথা বাংলার আনাচে-কানাচে সর্বত্র। বছরের শুর”তে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীরাও বইয়ের পৃষ্ঠা উল্টাতে শুর” করেছে। বিদ্যালয় থেকে নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে কোন বই কেমন হয়েছে, কোন বইয়ের রং কি, ভিতরের পাতায় কি আছে এমন কৌতুলে উল্লাসিত শিক্ষার্থীদের যেন তর সইছে না।
প্রাথমিক থেকে শুর” করে মাধ্যমিক পর্যন্ত কোন শিক্ষার্থী নেই এমন পরিবার খুজে পাওয়া কঠিন। উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ২০ হাজার ও প্রাথমিক পর্যায়ের ৩৫ হাজারসহ মোট ৫৫ হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। যারফলে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্য দিয়ে প্রায় প্রতিটি ঘরেই পৌঁছে গেছে নতুন বই।
রোববার (১ জানুয়ারী) সকালে বই উৎসব উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। উপজেলার সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মাধাইয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুর” করে গোবিন্দপুর, তুলাতলী, বাড়েরা দক্ষিণ, বাড়েরা উত্তর, দোবারিয়া, গড়ামারা, বাতাবাড়িয়া, বরকইট, মধ্যমতলা, শালচর, শ্রীমন্তপুর, পিহর, ছাতাড্ডা, বাণিয়াচং, রসুলপুর, মেহার, রানীচরা, চিড়াড্ডা, বামুটিয়া, ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি অধ্যাপক মো. আলী  আশরাফ এমপি’র ব্যানারে বই বিতরণ করা হয়।
বই বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।