চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় আবু ইউসুফ (৩০) নামে এক কসাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু ইউসুফ দেবিদ্বার উপজেলাধীন রাধানগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, মহাসড়কের পাশে গরু জবাই করার সময় চট্টগ্রামমুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।