ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় বিলাসবহুল বাস থেকে ইয়াবা উদ্ধার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

মাদক পাচারের প্রধান ট্রানজিট দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবল থেকে ধরা-ছোঁয়ার বাইরে থাকতে মাদক পাচারকারীরা মহাসড়কে চলাচলরত বিলাসবহুল পরিবহণকে বেছে নিয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিলাসবহুল গাড়িতেও অভিযান চালাতে শুরু করেছে পুলিশ।

রবিবার (৩০ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ‘দেশ ট্রাভেলস’ নামের বিলাসবহুল যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে আড়াই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৭টায় মহাসড়কের চান্দিনা বাস ষ্টেশন এলাকায় অভিযানে চালকের আসন সংলগ্ন বাস স্টাফদের নিজস্ব বক্স থেকে প্রায় ২হাজার ৬শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গাড়ির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, কুমিল্লার মেঘনা উপজেলার বরিয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে বাস চালক ছালামত (৬০) ও শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার হক মাস্টারকান্দি গ্রামের মো. হাসান এর ছেলে হেলপার জীবন (২৩)।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, রবিবার দুপুর থেকে থানার উপ-পরিদর্শক (এস.আই) স্বপন সরকার এবং সহকারি উপ-পরিদর্শক (এ.এসআই) মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় নিয়মিত টহল চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৮৯৭৭) বিলাসবহুল বাসটিতে অভিযান চালিয়ে বাস চালকের আসন সংলগ্ন একটি বক্স থেকে আড়াই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বাস, বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে সুপারভাইজারের সম্পৃক্ত থাকার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

চান্দিনায় বিলাসবহুল বাস থেকে ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৪:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

মাদক পাচারের প্রধান ট্রানজিট দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবল থেকে ধরা-ছোঁয়ার বাইরে থাকতে মাদক পাচারকারীরা মহাসড়কে চলাচলরত বিলাসবহুল পরিবহণকে বেছে নিয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিলাসবহুল গাড়িতেও অভিযান চালাতে শুরু করেছে পুলিশ।

রবিবার (৩০ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ‘দেশ ট্রাভেলস’ নামের বিলাসবহুল যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে আড়াই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৭টায় মহাসড়কের চান্দিনা বাস ষ্টেশন এলাকায় অভিযানে চালকের আসন সংলগ্ন বাস স্টাফদের নিজস্ব বক্স থেকে প্রায় ২হাজার ৬শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গাড়ির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, কুমিল্লার মেঘনা উপজেলার বরিয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে বাস চালক ছালামত (৬০) ও শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার হক মাস্টারকান্দি গ্রামের মো. হাসান এর ছেলে হেলপার জীবন (২৩)।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, রবিবার দুপুর থেকে থানার উপ-পরিদর্শক (এস.আই) স্বপন সরকার এবং সহকারি উপ-পরিদর্শক (এ.এসআই) মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় নিয়মিত টহল চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৮৯৭৭) বিলাসবহুল বাসটিতে অভিযান চালিয়ে বাস চালকের আসন সংলগ্ন একটি বক্স থেকে আড়াই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বাস, বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে সুপারভাইজারের সম্পৃক্ত থাকার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।