চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বাস স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২৫জন।
বুধবার রাত ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।’