চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বাস স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২৫জন।
বুধবার রাত ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।’
মুরাদনগর বার্তা ডেস্ক : 

















