স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে সোমবার বিকেলে বাসচাপায় মো. তালিব হোসেন (৪৫) নামে সওজের এক কর্মচারী নিহত হয়েছেন।
তিনি কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুরের উলাকান্দি গ্রামের আবদুল বাতেন ভূঁইয়ার পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাস তালিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।