স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সামেনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহত সামেনা বেগম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের সাংবাদিক আবদুস সোবহানের বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাক বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশায় থাকা সামেনা বেগম নিহত হন। এ সময় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।