গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোর ইজতেমা শুক্রবার শুরু হয়ে আজ দ্বিতীয় দিন চলছে। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে এক মুসল্লি মারা গিয়েছেন।
শনিবার ফজর নামাজের পর থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোর ইজতেমায় চলছে সারা দেশের জেলা ভিত্তিক জামায়তের গত এক বছরের দাওয়াতী কাজের অগ্রগতির রিপোর্ট পেশ।
গত বছর ইস্তেমার পর থেকে ৩ চিল্লা, ২ চিল্লা, ১ চিল্লার সাথী কতজন বেড়েছে, বিগত বছরের তুলনায় কতটা বেড়েছে আর কতটা কমেছে, সে বিষয়ে রিপোর্ট পেশ করছেন জেলার আমিরগণ। কাজের রিপোর্ট পেশ করার পর শুরু হবে আগামী বছরের দাওয়াতী কাজ সম্পর্কে মাশোয়ার বা পরামর্শ সভা।
শুক্রবার রাতে ইজতেমা ময়দানের বিছানায় বার্ধক্যজনিত কারণে এক মুসুল্লি মারা গেছেন। তার নাম মো. সামসুল হক (৭০)। তিনি ঢাকার পশ্চিম রাজারবাগ এলাকার বাসিন্দা।
ইজতেমা ময়দানের মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, সামসুল হক ওরফে সামসুদ্দিন শুক্রবার মধ্য রাতে হঠাৎ অসুস্থতাবোধ করেন। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার ফজরের নামাজের পর জানাযার নামাজে শেষে মৃত দেহ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর শেষ হবে এই জোর ইজতেমা। আর জোর ইজতেমা শেষেই শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার মূল পর্বের প্রস্তুতি।