২৩ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডেস্ক):
ঝালকাঠির রাজাপুর উপজেলায় খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাস বাড়ি নামক স্থানে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত হয়েছেন ৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপম পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। পথে বরিশাল-খুলনা সড়কের বিশ্বাসবাড়ি এলাকায় বাসটির সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে জনসাধারণ, পুলিশ ও র্যাব সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর পেয়ে ঝালকাঠি থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, দুর্ঘটনাস্থল থেকে নিহত ৪ জনের লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়। এবং বাসটিতে আরো দু’জনের মৃতদেহ আছে বলে তারা জানায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাস বাড়ি এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির অর্ধেক অংশ পানির নিচে ডুবে যায়।