ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে জেএমবি’র আঞ্চলিক শীর্ষনেতাসহ আটক ৪ ॥ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Tongi JMB Arrest Pic-21.07.2016 (1)স্টাফ রিপোর্টার,  টঙ্গী,  21 জুলাই ২০১৬
টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোডের জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের আমিরসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো-যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হোসেন তানভির (২৭), রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র ও জেএমবি’র চিকিৎসা প্রশিক্ষক আশিকুল আকবর আবেশ (২২), মাদ্রাসা শিক্ষার্থী নাজমুল সাকিব (১৯) ও যশোরের এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরিয়ত উল্লাহ শুভ (১৯)। মাহমুদুল হোসেন তানভীর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চল শাখার আমির বলে জানা গেছে। এসময় বিপুল পরিমান গোলাবারুদ, গুলি, বোমা তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি ও দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।Tongi JMB Arrest Pic (2)-21.07.2016
র‌্যাব, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে টঙ্গীর মোক্তারবাড়ি রোডের জেসমিন আক্তারের বাড়ির ছয়তলা ভবনের চার তলায় অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভির, আশিকুল আকবর আবেশ, নাজমুল সাকিব ও শরিয়ত উল্লাহ শুভকে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। Tongi JMB Arrest Pic (4)-21.07.2016অভিযানকালে ওই আস্তানা থেকে আটটি বোমা, ১টি পিস্তল, একটি ম্যাগাজিন, শতাধিক গুলি, বোমা তৈরির সরঞ্জাম, দুইটি কুড়াল, আটটি চাপাতি, পাঁচটি ছুরি ও বেশ কয়েকটি জিহাদি বই উদ্ধার করা ।

ট্যাগস

মুরাদনগরে প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের নির্বাচিত

টঙ্গীতে জেএমবি’র আঞ্চলিক শীর্ষনেতাসহ আটক ৪ ॥ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় ১২:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬

Tongi JMB Arrest Pic-21.07.2016 (1)স্টাফ রিপোর্টার,  টঙ্গী,  21 জুলাই ২০১৬
টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোডের জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের আমিরসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো-যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হোসেন তানভির (২৭), রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র ও জেএমবি’র চিকিৎসা প্রশিক্ষক আশিকুল আকবর আবেশ (২২), মাদ্রাসা শিক্ষার্থী নাজমুল সাকিব (১৯) ও যশোরের এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরিয়ত উল্লাহ শুভ (১৯)। মাহমুদুল হোসেন তানভীর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চল শাখার আমির বলে জানা গেছে। এসময় বিপুল পরিমান গোলাবারুদ, গুলি, বোমা তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি ও দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।Tongi JMB Arrest Pic (2)-21.07.2016
র‌্যাব, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে টঙ্গীর মোক্তারবাড়ি রোডের জেসমিন আক্তারের বাড়ির ছয়তলা ভবনের চার তলায় অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভির, আশিকুল আকবর আবেশ, নাজমুল সাকিব ও শরিয়ত উল্লাহ শুভকে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। Tongi JMB Arrest Pic (4)-21.07.2016অভিযানকালে ওই আস্তানা থেকে আটটি বোমা, ১টি পিস্তল, একটি ম্যাগাজিন, শতাধিক গুলি, বোমা তৈরির সরঞ্জাম, দুইটি কুড়াল, আটটি চাপাতি, পাঁচটি ছুরি ও বেশ কয়েকটি জিহাদি বই উদ্ধার করা ।