ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ড. খন্দকার মোশাররফের আবেদন আপিলেও খারিজ

জাতীয় ডেস্কঃ
দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আনা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেয়।
এর আগে গত ৯ জানুয়ারি একটি হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করেছিলেন।ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. মোশাররফ হোসেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ড. খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র যথাযথ হয়নি, যেসব সম্পত্তি নিয়ে অভিযোগ আনা হয়েছে তা মোশাররফের নামে নেই- উত্থাপন করে মামলাটির পুনঃতদন্ত চেয়ে আবেদন করেন ড. খন্দকার মোশাররফ। এ আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে পরকীয়ায় বাধা দেওয়ায় খুন লাশ গুম

ড. খন্দকার মোশাররফের আবেদন আপিলেও খারিজ

আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
জাতীয় ডেস্কঃ
দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আনা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেয়।
এর আগে গত ৯ জানুয়ারি একটি হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করেছিলেন।ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. মোশাররফ হোসেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ড. খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র যথাযথ হয়নি, যেসব সম্পত্তি নিয়ে অভিযোগ আনা হয়েছে তা মোশাররফের নামে নেই- উত্থাপন করে মামলাটির পুনঃতদন্ত চেয়ে আবেদন করেন ড. খন্দকার মোশাররফ। এ আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।