জাতীয় ডেস্কঃ
যারা ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে সমালোচনা করেছেন তাদের কলকাতা বা মুম্বাইয়ের মতো শহরের পরিস্থিতি দেখে আসা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ। তিনি বলেন, ঢাকার জলাবদ্ধতা কী দেখেছেন, কলকাতা যান, বোম্বে যান।
রোববার ঢাকার একটি হোটেলে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক’ এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রীর এমন মন্তব্য করেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ বলেন, পৃথিবীর ক্রমবর্ধমান সিটিতে এটা একটা সমস্যা। আমরা এর সমাধান করব। ঢাকার ভেতরে থাকা ৪৭টি খালের সব পুনরুদ্ধার হলেই সরকার সেগুলো খননের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবে এবং এক বছরের মধ্যে জলাবদ্ধতার সমস্যা ঢাকায় আর থাকবে না।
জলাবদ্ধতা নিরসনে সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যাবে? এটা তো বিরাট ব্যাপার। আজকে যদি আপনি হিসাব দেখেন, ঢাকায় জনসংখ্যা হওয়া উচিত ছিল ৭৫ লাখ থেকে এক কোটি। সে জায়গায় ঢাকার জনসংখ্যা তিন গুণ বেড়ে গেছে বলেও তিনি জানান।