নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি ও বাতাকান্দি বাস স্টেশনে যানবাহন থেকে লাইনম্যান দ্বারা টাকা উত্তোলনের ফলে প্রতিনিয়ত লেগে থাকা যানজট নিরসনের কার্যকরী প্রদক্ষেপ নেয়ার জন্য তাগিদ দেয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহরোধে সাতানী ইউনিয়নের ন্যায় প্রতিটি ইউনিয়নে অবহিতকরণ সভা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তাগিদ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উক্ত কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, তিতাস থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আলম টিপু, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আরা, মৎস্য কর্মকর্তা ছাবিনা ইয়াসমিন, সমাজসেবা অফিসার আল আমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রব মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, মহিলা সদস্য খাদিজা আক্তার, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন ভূঁইয়া, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন ও জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান প্রমূখ।
এদিকে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভার পূর্বে একটি স্থানে উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে একই স্থানে আগামী ১৭ মার্চ, ২২ মার্চ ও ২৬ মার্চ এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।