নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সেবা সপ্তাহের আওতায় তিতাসের প্রশাসনের বিভিন্ন দপ্তরের সেবামূলক কাজ ও কর্মপরিকল্পনা ডকুমেন্ট আকারে প্রদর্শনী করা হয়। শনিবার উপজেলা মিলনায়তনে দিনব্যাপি এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত প্রদর্শনীতে নিজ দপ্তরের বিভিন্ন সেবামূলক কাজের ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান মিতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আঃ মান্নান, উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, জিয়ারকান্দি হাফিজ উদ্দিন হাফিজ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, মাছিমপুর আর আর ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম চৌধুরী, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম প্রমূখ।