কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে বাবা-মেয়েসহ ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারের সকালের হাটগুলোতে মানা হচেছ না সামাজিক দূরত্ব। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
আজ রবিবার (১২ এপ্রিল) এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান। এদের মধ্যে একই পরিবারের ২ জন বাবা-মেয়ে ও একজন কুস্তিগির রয়েছেন।
উ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান জানান, আজ রবিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে নেগেটিভ রিপোর্ট রয়েছে ১৫টি এবং পজিটিভ রিপোর্ট রয়েছে ৩টি। আক্রান্তদের মধ্যে বাবা ও তার ১২ বছর বয়সী মেয়ে এবং একজন কুস্তিগির রয়েছেন।
এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সরকারী নির্দেশনা মোতাবেক প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও সকালের হাটগুলোতে তা মানা হচ্ছে না। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়ে বাজারগুলোতে সাধারণ জনগণের ভীড় লক্ষ্য করা যায়। তবে দুপুর পর জনসমাগম অনেকটা কমে আসে।
তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান ও জনগণকে সচেতনা করতে আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। সন্ধ্যার পর পুলিশের তাৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সকালে হাটগুলোতে পুলিশের অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাব সন্দেহে উপজেলার ৬টি গ্রাম লকডাউন করা হয়েছে। যারা ঢাকা-নারায়নগঞ্জ থেকে উপজেলায় এসেছে তাদের হোম কোয়ারেন্টান নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, কর্মহীন ও দুস্ত মানুষের খাদ্য সামগ্রী নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণ তৎপর রয়েছে। কোন পরিবারের খাদ্য সামগ্রী ঘাটতি হলে হটলাইনের সহযোগিতায় তা দ্রুত পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে বিদেশ ফেরত ও ঢাকা-নারায়নগঞ্জ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টান নিশ্চিতে তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।