কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে রাজাপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে রবিবার দুপুরে কর্মহীন ও অসহায় ১১১টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জার্মান প্রবাসী আরিফুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যক্তি দেলোয়ার হোসেন সরকার, নাছির উদ্দিন সরকার ও আবুল কাশেম সরকারের আর্থিক সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।
করোনা ভাইসারের প্রাদুর্ভাব রোধে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি ডাল, ১ কেজি তৈল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও ওয়ার্ড মেম্বার মো. মহসীন সরকার প্রমূখ।