নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা রবিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।
এতে প্রধান শিক্ষকদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, গাজীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর হক সরকার, উলুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সাহাবৃদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম ভূঁইয়া, ইউসুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ মুক্তার ও মজিদপুর (পশ্চিম) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার প্রমূখ।