ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

খেলাধূলা ডেস্কঃ

আগামীকাল শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। আর এই ম্যাচটিতে জয়লাভ করে প্রথমবারের মতো কোন ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছেন দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফাইনাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ শুক্রবার তিনি এই কথা বলেন। প্রথমবারের মতো শিরোপাটি নিজেদের করে নিতে পারলে তা স্বাগতিক দলের জন্য দারুণ আনন্দের হবে জানিয়ে তিনি বলেন, আমরা যদি জিততে পারি, এটা অনেক আনন্দের হবে। সব কিছু নির্ভর করছে আসলে কালকে আমরা কেমন খেলবো, কেমন শুরু করবো ম্যাচটা। যেহেতু ওয়ানডে সেহেতু ৩, ৪, ৫টা ওভারেই খেলার পট পরিবর্তন হয়ে যেতে পারে। সো আমাদের ওই দিকগুলোর প্রতি নজর রাখতে হবে।

মাশরাফি বলেন, ফাইনাল ম্যাচে জেতার জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে আছি। এটা সত্যি কথা। যদি হতে পারি, তবে অনেক ভাল হবে। আসলে হওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে বেশি চিন্তা করতে থাকলে আমার কাছে মনে হয় বেশি চাপ এসে দাঁড়াবে।

বিশেষ করে ফাইনাল ম্যাচে একটা চাপ থাকেই। যদি বৃহস্পতিবারের ম্যাচটি জিততাম তাও থাকতো। আমার কাছে মনে হয় গতকাল হারাতে চাপটা আরও কমে যাওয়ার কথা। চাপ সব সময়ই একটা থাকে যা থাকবেই এবং জয়টা আমরা অবশ্যই চাই।

ত্রিদেশীয় সিরিজে শিরোপা আগে কখনোই বাংলাদেশ জিততে পারেনি। কিন্তু চলমান আসরে নিজেদের দাপুটে পারফরম্যান্সে সম্ভাবনা টাইগাররা অনেকটাই জাগিয়ে তুলেছে। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচটি বাদ দিলে বাকি ৩টি ম্যাচেই বোনাস পয়েন্টসহ জয় নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফি বাহিনী। এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো ৩ জাতির এই শিরোপাটি স্বাগতিকরা জিততে সক্ষম এই ভাবনা নিশ্চয়ই অমূলক নয়। তারওপরে টুর্নামেন্টটি নিজেদের মাঠে। যেখানে কন্ডিশন, উইকেট, দর্শক সবই টাইগারদের অনুকূলে। এসব বিষয় বিবেচনা করেই হয়তো প্রথমবারের মতো ৩ জাতির শিরোপা জিততে উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে বিএনপির নেতা ও বিএনপিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

আপডেট সময় ০১:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
খেলাধূলা ডেস্কঃ

আগামীকাল শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। আর এই ম্যাচটিতে জয়লাভ করে প্রথমবারের মতো কোন ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছেন দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফাইনাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ শুক্রবার তিনি এই কথা বলেন। প্রথমবারের মতো শিরোপাটি নিজেদের করে নিতে পারলে তা স্বাগতিক দলের জন্য দারুণ আনন্দের হবে জানিয়ে তিনি বলেন, আমরা যদি জিততে পারি, এটা অনেক আনন্দের হবে। সব কিছু নির্ভর করছে আসলে কালকে আমরা কেমন খেলবো, কেমন শুরু করবো ম্যাচটা। যেহেতু ওয়ানডে সেহেতু ৩, ৪, ৫টা ওভারেই খেলার পট পরিবর্তন হয়ে যেতে পারে। সো আমাদের ওই দিকগুলোর প্রতি নজর রাখতে হবে।

মাশরাফি বলেন, ফাইনাল ম্যাচে জেতার জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে আছি। এটা সত্যি কথা। যদি হতে পারি, তবে অনেক ভাল হবে। আসলে হওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে বেশি চিন্তা করতে থাকলে আমার কাছে মনে হয় বেশি চাপ এসে দাঁড়াবে।

বিশেষ করে ফাইনাল ম্যাচে একটা চাপ থাকেই। যদি বৃহস্পতিবারের ম্যাচটি জিততাম তাও থাকতো। আমার কাছে মনে হয় গতকাল হারাতে চাপটা আরও কমে যাওয়ার কথা। চাপ সব সময়ই একটা থাকে যা থাকবেই এবং জয়টা আমরা অবশ্যই চাই।

ত্রিদেশীয় সিরিজে শিরোপা আগে কখনোই বাংলাদেশ জিততে পারেনি। কিন্তু চলমান আসরে নিজেদের দাপুটে পারফরম্যান্সে সম্ভাবনা টাইগাররা অনেকটাই জাগিয়ে তুলেছে। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচটি বাদ দিলে বাকি ৩টি ম্যাচেই বোনাস পয়েন্টসহ জয় নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফি বাহিনী। এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো ৩ জাতির এই শিরোপাটি স্বাগতিকরা জিততে সক্ষম এই ভাবনা নিশ্চয়ই অমূলক নয়। তারওপরে টুর্নামেন্টটি নিজেদের মাঠে। যেখানে কন্ডিশন, উইকেট, দর্শক সবই টাইগারদের অনুকূলে। এসব বিষয় বিবেচনা করেই হয়তো প্রথমবারের মতো ৩ জাতির শিরোপা জিততে উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ।