মো. হাবিবুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ
দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার বাবুটিপাড়া গ্রামে প্রায় পাঁচ শতাধিক চোখের রোগীকে শনিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়াসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের সার্বিক তত্তাবধানে সকালে চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান।
বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ডা: এএফএম কামাল উদ্দিন সেলিম, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এম এ লতিফ রৌশন, সহ-প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী, সহ-প্রচার সম্পাদক এম এ কাইয়ুম হোসেন ভুইয়া, এডভোকেট জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব ফজলুল হক সরকার, রেজাউল করিম ও এমরান খান প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সমিতি ব্যাপক সুনাম অর্জন করছে।