দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় ফরম ফিলাপের দাবিতে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আজ বুধবার বিদ্যালয়ের প্রধান গেইটে এ মানববন্ধন করে।
এ সময় তারা দাবি করে, ২/৩ বিষয়ে যারা খারাপ করেছে সামনে যে কয়েক মাস সময় আছে তার মধ্যে তারা ওই বিষয়গুলো প্রস্তুতি নিতে পারবে। তাই তাদের দাবি দীর্ঘ ১০ বছর লেখাপড়া করার পর যদি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তাহলে মনের মধ্যে হতাশা সৃষ্টি হবে। অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানদের লেখাপড়া করানোর আগ্রহ হারিয়ে ফেলবে।
ছাত্রীদের অভিভাবকরা মনে করেন, একবছর তাদের মেয়েদের ধৈর্যশক্তি থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাহলে বাল্যবিবাহের সংখ্যা বেড়ে যাবে। তাই ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটাই দাবি তাদেরকে এবারের মতো এসএসসি পরীক্ষায় ফরম ফিলাপের সুযোগ দেওয়া হোক।
জানা গেছে, এবার দাউদকান্দির ৪৮ মাধ্যমিক ও মাদরাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে শতকরা ৬০ ভাগ শিক্ষার্থী পাস করে এবং বাকি ৪০ ভাগ শিক্ষার্থী অকৃতকার্জ হয়। বোর্ডের নির্দেশ মোতাবেক কৃতকার্জ শিক্ষার্থীরাই এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
এ ব্যাপারে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, বোর্ডের ও উপজেলা প্রশাসনের নির্দেশ মতে যারা সব বিষয়ে পাস করেছে তাদেরকে ফরম ফিলাপ করে এসএসসি পরীক্ষা অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।