ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এতে কলেজের কয়েকটি কক্ষের গ্লাস ভাঙচুর ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং অন্তত পাঁচ ছাত্রলীগকর্মী আহত হয়েছে।

ক্যাম্পাসে থমথম অবস্থা বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে। আহতরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহদাত হোসেন (২৩) সহসভাপতি সাইফুল ইসলাম (২১) এবং ছাত্রলীগকর্মী আলিফ হোসেন (২২), রেজাউল করিম (২৩) এবং পাভেল (২১)।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ মনিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও গত সংসদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার নাঈম হোসেন তাঁর লোকজন নিয়ে কলেজে প্রবেশ করে অনুষ্ঠানটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কলেজ শাখা  ছাত্রলীগ সভাপতি শাহদাত হোসেনে এবং নেতাকর্মীদের নিয়ে প্রতিহত করার চেষ্টা করলে উভয়ের  মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ব্যারিস্টার নাঈমের লোকজনের হামলায় ছাত্রলীগের কলেজ শাখার সভাপতিসহ ৬-৭ জন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

দাউদকান্দির গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন, কলেজে বিজয় দিবসের আনুষ্ঠানে ছাত্রলীগের সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার নাঈমের লোকজনের মধ্যে  ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।

ট্যাগস

মুরাদনগর উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ০৪:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এতে কলেজের কয়েকটি কক্ষের গ্লাস ভাঙচুর ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং অন্তত পাঁচ ছাত্রলীগকর্মী আহত হয়েছে।

ক্যাম্পাসে থমথম অবস্থা বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে। আহতরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহদাত হোসেন (২৩) সহসভাপতি সাইফুল ইসলাম (২১) এবং ছাত্রলীগকর্মী আলিফ হোসেন (২২), রেজাউল করিম (২৩) এবং পাভেল (২১)।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ মনিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও গত সংসদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার নাঈম হোসেন তাঁর লোকজন নিয়ে কলেজে প্রবেশ করে অনুষ্ঠানটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কলেজ শাখা  ছাত্রলীগ সভাপতি শাহদাত হোসেনে এবং নেতাকর্মীদের নিয়ে প্রতিহত করার চেষ্টা করলে উভয়ের  মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ব্যারিস্টার নাঈমের লোকজনের হামলায় ছাত্রলীগের কলেজ শাখার সভাপতিসহ ৬-৭ জন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

দাউদকান্দির গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন বলেন, কলেজে বিজয় দিবসের আনুষ্ঠানে ছাত্রলীগের সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার নাঈমের লোকজনের মধ্যে  ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।