মুরাদনগর বার্তা ডটকম ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসচালক নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত মাইক্রোবাসের চালকের নাম ইকবাল হোসেন (৩০)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার রাজারামপুর গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে হাছানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট লিটন জানান, মহাসড়কের হাসানপুরের নিকট একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক ইকবাল হোসেন ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী আহত হন। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।