দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের প্রতিষ্ঠিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া ঈদগাহ ময়দানে আগামীকালের অনুষ্ঠিতব্য ঈদের জামায়াতকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হওয়ায় সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান, এ মাঠে নামাজ পড়াকে কেন্দ্র করে আজ দশপাড়া গ্রামবাসী এবং জায়গীর গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ চরম উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।