Dhaka 12:28 pm, Saturday, 12 October 2024

দাউদকান্দির খোশকান্দি গ্রাম বিলীন হচ্ছে গোমতীর ভাঙনে

Update Time : 01:00:42 pm, Friday, 1 December 2017
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

গোমতী নদীর অসময়ের ভাঙনে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

সাধারণত বর্ষার শুরুতে জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে এবং বর্ষার শেষ দিকে আশ্বিন-কার্তিক মাসে খরস্রোতা গোমতী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। কিন্তু এবার ওই সময় ছাড়াও অসময়ে মধ্য অগ্রহায়ণে গোমতী নদীর ভাঙন শুরু হয়েছে। নদীর ভাঙনে ইতোমধ্যে খোশকান্দি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো ঘরবাড়ি বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্তরা ভাঙনের মুখে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে।

বুধবার রাতে কয়েকটি বাড়ি দেবে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভুঁইয়া এমপি এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। গোমতীর ভাঙন রোধে অতি সত্ত্বর ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে সুবিদ আলী ভুঁইয়া এমপি অনুরোধ করেন এবং এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন বলেন, গোমতীর ভাঙন রোধের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে আগে অনুরোধ করা  হলেও এ পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি বিধায় গ্রামটি বিলীন হয়ে যাচ্ছে।