দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় কুমিল্লা জেলার ১৬টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় গৌরীপুর ঈদগাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আযোজন করা হয়।
দাউদকান্দি উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের জন্য প্রজেক্টর ও এলইডি টিভিসহ বিভিন্ন উপকরণ বিতরণ এবং প্রত্যেক বিদ্যালয়ে বিদ্যুতায়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সুমন। এ ছাড়া এ বছর সব শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল টিফিন বক্স বিতরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সময় উৎসাহিত করেন তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত পরমাণু বিজ্ঞানী ও লেখক ড. জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন দাস, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গাজিউল হক, দাউদকান্দি প্রেসক্লাব সমিতি মো. হাবিবুর রহমান, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি কামরুল হাছান ভূঁইয়া প্রমুখ। এ সময় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলাকে ফুল দিয়ে বরণ করে নেন দাউদকান্দি উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজীসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।