মো: বেলাল উদ্দিন আহম্মদঃ
১৩ এপ্রিল ২০১৪ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার দাউদকান্দিতে জামায়াত-বিএনপির হরতাল চলাকালে রবিবার দিবাগত রাতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মো. রিয়াজ মিয়া (৪০) দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটি ভর্তি করা হয়েছে। দগ্ধ রিয়াজ মিয়া রংপুর জেলার কোতয়ালী থানার বাবুপাড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গতরাত সাড়ে ৩টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই চট্টগ্রামগামী একটি ট্রাকের (রংপুর-ট-০২-০০৫৭) চালক ও হেলপার গৌরীপুর বাসস্ট্যান্ডের নিকট ট্রাকটি থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দুই মুখোশধারী যুবক চালকের পাশে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় চালক ও হেলপারের চিৎকার শুনে পাশের হোটেলের লোকজন ছুটে এসে বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। গৌরীপুর ফাঁড়ির পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে চালককে উদ্ধার প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালককে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। অগ্নিদ্বগ্ধ চালক রিয়াজ মিয়া বর্তমানে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, জামায়াতের ডাকা হরতালের মধ্যে যারাই এর সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে মডেল থানায় গাড়ি পোড়ানোর মামলার প্রস্তুতি চলছে।