দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেবিদ্বারে দেশীয় অস্ত্রসহ ইউসুফ (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি দেশীয় তৈরি পাইপগান, একটি রাম দা এবং একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
আটক ইউসুফ একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের দুধ মিয়ার ছেলে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে ইউসুফসহ একটি সংঘবদ্ধ ডাকাতদল মহেশপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি দল মহেশপুর গ্রামে অভিযান চালায়। ভোর পৌনে ৪টার দিকে ডাকাতদল ওই গ্রামের জনৈক আ. রহমানের বসতঘরে ডাকাতির উদ্দেশ্যে গেলে পুলিশ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ডাকাত ইউসুফকে আটক করে। তবে ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। আটক ইউসুফের বিরুদ্ধে দেবিদ্বার থানায় আরো তিনটি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।