শাহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু’র নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা ও সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা চত্ত্বরে দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট উচ্চ বিদ্যালয় ও দেবিদ্বার আজগর আলী বালিকা বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা ও সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক মো: শাহ আলম, দিলিপ কুমার, জিয়াউর রহমান, শাহীন, মো: সেলিম, নাজমা আক্তার, নাসরিন আক্তার, তপুতি রানী সাহা, সাবিনা ইয়াসমিন, হালিমা আক্তার।
মানববন্ধনে বক্তরা বলেন, তনু হত্যার ১২দিন অতিবাহিত হলেও এখনো খুনিদের গ্রেফতারের অগ্রগতি দেখা যাচ্ছে না, এতে আমরা সাধারণ মানুষের জীবন সংকাটপন্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে মেধাবী শিক্ষার্থী তনু হত্যার সুষ্ঠু বিচার চাই। এসময় শিক্ষার্থীরা তনু হত্যার বিচার চাই বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এদিকে তনু হত্যাকান্ডের বিচারের দাবীতে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক/শিক্ষিকাগণ পৃথক মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে।
দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা তনু হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক মো: অছিউদ্দিন, শাহ মো: অলিউল্লাহ, মো: সবুর, জসিম উদ্দিন, সফিকুল ইসলাম, ধর্মীয় শিক্ষক মাও: মোশাররফ হোসাইন, সানাউল্লাহ শামীম প্রমুখ।