কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে উত্তর পাড়া জামে মস্জিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রথমবারের মত ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
নগরপাড় উত্তর পাড়া জামে মসজিদে শনিবার সকাল ৯ঘটিকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করেন কোম্পানীগঞ্জ হাফেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও উক্ত মসজিদের ইমাম এবিএম সিদ্দিকুর রহমান।
নামাজে অংশ নিতে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মসজিদে আসতে থাকেন ধর্মপ্রান মুসুল্লিরা। ব্যবসায়ী,প্রবাসী,চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জানা যায়, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ২০০০সালে এই মসজিদটি নির্মান এবং প্রত্যহ নামাজ আদায় হলেও বিভিন্ন প্রতিকুলতার কারনে ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়ে ওঠেনি।