জাতীয় ডেস্কঃ
শপথ নিয়েছেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ অপর চার কমিশনার। আজ বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় শুরু হওয়া শপথ অনুষ্ঠানে প্রথমেই শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর পর্যায়ক্রমে অপর চার নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত্ হোসেন চৌধুরী।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিগণ এবং নব নিযুক্ত নির্বাচন কমিশনারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।