শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
অ+
অ-

নাঙ্গলকোটে ট্রাক্টরের চাপায় মাদরাসাছাত্র নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে বাঙ্গড্ডা বাজারে রডবোঝাই ট্রাক্টরের চাপায় কেফায়েত উল্লাহ মজুমদার (২২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গড্ডা লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের বাঙ্গড্ডা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কেফায়েত উল্লাহ মজুমদার উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের লেদু মজুমদারের ছেলে এবং বাঙ্গড্ডা ফাজিল মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র।

জানা যায়, কেফায়েত উল্লাহ মোটরসাইকেল নিয়ে বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর যাচ্ছিলেন। বাঙ্গড্ডা বাজার পার হওয়ার সময় সামনের একটা অটোরিকশা দেখে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

print

আন্তর্জাতিক : আরো পড়ুন

আপনার মন্তব্য লিখুন