স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
নিখোঁজের চারদিন পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি পুকুর ও ফসলি জমি থেকে শাহাদাত হোসেন সিফাত (১৯) নামে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার জোড্ডা ইউনিয়নের কৈরাশ গ্রামের একটি পুকুর থেকে মাথা ও এর ২শ’ মিটার দূরে ফসলি জমি থেকে দেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন সিফাত উপজেলার জোড্ডা ইউনিয়নের কৈরাশ গ্রামের নুরুল আমিনের ছেলে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব বাংলানিউজকে জানান, যুবকটি ৯ অক্টোবর থেকে নিখোঁজ ছিল। আজ সকালে তার খণ্ডিত মরদেহ পাওয়া গেল। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।