স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার নাঙ্গলকোটে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহীনকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার গভীররাতে লাকসাম-চৌদ্দগ্রাম-বাঙ্গড্ডা সড়কের যৈজ্ঞশাল নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহীন উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী শাহীন চৌদ্দগ্রাম থেকে নম্বরবিহীন একটি ডিসকভার মোটরসাইকেলে করে ২টি ব্যাগ ভর্তি ১৫কেজি গাঁজা নিয়ে বাঙ্গড্ডা বাজারের দিকে আসছিলেন। এ সময় লাকসাম-চৌদ্দগ্রাম-বাঙ্গড্ডা সড়কের যৈজ্ঞশাল নামক স্থানে থানার এসআই (উপ-পরিদর্শক) ইসমাইল হোসেনের নেতৃত্বে থাকা টহল পুলিশ দেখে মাদক কারবারি শাহীন মোটরসাইকেল রেখে দৌঁড়ে পালাতে থাকে। এক পর্যায়ে পুলিশও ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব জানান, মাদক ব্যবসায়ী শাহীনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায়ও মাদক আইনে মামলা রয়েছে। আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।