জাতয়ি ডেস্ক রির্পোটঃ
রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক শেখ মো. আবদুল আহাদকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার বিকালে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
নাসিরনগরে হামলার ঘটনায় আবদুল আহাদকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি আবু জাফর। তিনি বলেন, তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে। এ পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে মোট ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।