খেলাধূলা ডেস্ক:
নেইমার-কাভানির দ্বৈরথের খবর নিয়ে গরম ছিল ফুটবল বিশ্ব। তবে সেই দ্বৈরথকে পেছনে ফেলেই জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
গোল করেন দানি আলভেস ও পেনাল্টি নিয়ে দ্বৈরথে জড়ানো কাভানি ও নেইমার। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়ে যান দানি আলভেস। এরপরে ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। ম্যাচের ৬৩তম মিনিটে নেইমারের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়।
এই জয়ে বি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে পিএসজি, ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন। গোল.কম।