ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে নিষিদ্ধ কেয়া কুল হ্যায় হাম ‘থ্রি’

বিনোদন ডেস্ক : আফতাব শিবদাশানি এবং তুষার কাপুর অভিনীত অ্যাডাল্ট কমেডি কেয়া কুল হ্যায় হাম থ্রি সিনেমাটি নিষিদ্ধ করেছে পাকিস্তান। সেন্সর বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সিনেমাটি দর্শকদের দেখার উপযুক্ত নয়।

দ্য সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন এবং প্রাদেশিক সেন্সর বোর্ড গতকাল সিনেমাটি দেখে সিদ্ধান্তে আসেন যে, সিনেমাটি দর্শকদের সামনে প্রদর্শনের উপযুক্ত নয়।

দ্য সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশনের প্রধান মোবাস্সির হাসান জানান, তিনি সিনেমাটিতে নগ্নতা এবং অশালীন সংলাপসহ একের পর এক অশ্লীল দৃশ্য খুঁজে পেয়েছেন।

তিনি বলেন, ‘সিনেমাটি নগ্নতায় ভরপুর এবং এতে প্রচুর অশালীন সংলাপ রয়েছে। বোর্ড সিনেমাটি প্রদর্শনের জন্য নিষিদ্ধ করেছে।’

সিন্ধ বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ফাখরে-আলম বলেন, পাঞ্জাব এবং সিন্ধসহ সকল প্রাদেশিক সেন্সর বোর্ড সিনেমাটি দর্শকদের সামনে প্রদর্শনের জন্য অনুপযুক্ত মনে করেছে।

কেয়া কুল হ্যায় হাম থ্রি সিনেমাটি প্রযোজনা করেছে বালাজি ফিল্মস। পরিচালনা করেছেন উমেশ ঘাগড়ে। সিনেমায় অভিনয় করেছেন তুষার কাপুর ও আফতাব শিবদাসানি। এছাড়াও রয়েছেন ‘বিগ বস-৯’ এর মধ্য দিয়ে আলোচনায় আসা মুখ মান্দানা করিমি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

পাকিস্তানে নিষিদ্ধ কেয়া কুল হ্যায় হাম ‘থ্রি’

আপডেট সময় ০৯:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬

বিনোদন ডেস্ক : আফতাব শিবদাশানি এবং তুষার কাপুর অভিনীত অ্যাডাল্ট কমেডি কেয়া কুল হ্যায় হাম থ্রি সিনেমাটি নিষিদ্ধ করেছে পাকিস্তান। সেন্সর বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সিনেমাটি দর্শকদের দেখার উপযুক্ত নয়।

দ্য সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন এবং প্রাদেশিক সেন্সর বোর্ড গতকাল সিনেমাটি দেখে সিদ্ধান্তে আসেন যে, সিনেমাটি দর্শকদের সামনে প্রদর্শনের উপযুক্ত নয়।

দ্য সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশনের প্রধান মোবাস্সির হাসান জানান, তিনি সিনেমাটিতে নগ্নতা এবং অশালীন সংলাপসহ একের পর এক অশ্লীল দৃশ্য খুঁজে পেয়েছেন।

তিনি বলেন, ‘সিনেমাটি নগ্নতায় ভরপুর এবং এতে প্রচুর অশালীন সংলাপ রয়েছে। বোর্ড সিনেমাটি প্রদর্শনের জন্য নিষিদ্ধ করেছে।’

সিন্ধ বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ফাখরে-আলম বলেন, পাঞ্জাব এবং সিন্ধসহ সকল প্রাদেশিক সেন্সর বোর্ড সিনেমাটি দর্শকদের সামনে প্রদর্শনের জন্য অনুপযুক্ত মনে করেছে।

কেয়া কুল হ্যায় হাম থ্রি সিনেমাটি প্রযোজনা করেছে বালাজি ফিল্মস। পরিচালনা করেছেন উমেশ ঘাগড়ে। সিনেমায় অভিনয় করেছেন তুষার কাপুর ও আফতাব শিবদাসানি। এছাড়াও রয়েছেন ‘বিগ বস-৯’ এর মধ্য দিয়ে আলোচনায় আসা মুখ মান্দানা করিমি।