ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রণব মুখার্জির ঢাকা ত্যাগ

জাতীয় ডেস্কঃ

বাংলাদেশে ৫ দিনের সফর শেষে দেশে ফিরে গেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ বৃহস্পতিবার জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে তাকে বিদায় জানান।

এর আগে গত ১৪ জানুয়ারির রোববার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে সঙ্গে নিয়ে ঢাকায় আসেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। বাংলাদেশে আসার পর বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন প্রণব। সফরসূচি অনুযায়ী ১৫ জানুয়ারি তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সফকারলে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। ওইদিন প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলা একাডেমিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে। পরদিন ১৬ জানুয়ারি চট্টগ্রামে যান তিনি। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শনের পর প্রণব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে মাস্টারদা সূর্য সেন হল পরিদর্শনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মারক বক্তৃতায় অংশ নেন।

চট্টগ্রাম থেকে ১৭ জানুয়ারি বুধবার ঢাকায় ফেরেন প্রণব। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নৈশভোজে যোগ দেন তিনি। ভারতের সাবেক বর্ষিয়ান এই রাজনীতিক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম কোনো দেশে সফর করছেন। এর আগে প্রণব মুখার্জি ২০১৫ ও ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন। রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ১৩ মার্চ ছিল তার প্রথম বাংলাদেশ সফর।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেয়া প্রণবের সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থনদানের বিষয়ে ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় একটি প্রস্তাব উত্থাপন করেন প্রণব। আর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রণবকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিয়েছে আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও আছে প্রণবের। তার স্ত্রী শুভ্রা মুখার্জির বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে শ্বশুরবাড়ি ঘুরে গেছেন প্রণব। অবশ্য তিনি আর বেঁচে নেই। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হাসপাতালে মারা যান শুভ্রা মুখার্জি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর সেন্ট্রাল স্কুলের পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

প্রণব মুখার্জির ঢাকা ত্যাগ

আপডেট সময় ০১:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
জাতীয় ডেস্কঃ

বাংলাদেশে ৫ দিনের সফর শেষে দেশে ফিরে গেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ বৃহস্পতিবার জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে তাকে বিদায় জানান।

এর আগে গত ১৪ জানুয়ারির রোববার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে সঙ্গে নিয়ে ঢাকায় আসেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। বাংলাদেশে আসার পর বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন প্রণব। সফরসূচি অনুযায়ী ১৫ জানুয়ারি তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সফকারলে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। ওইদিন প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলা একাডেমিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে। পরদিন ১৬ জানুয়ারি চট্টগ্রামে যান তিনি। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শনের পর প্রণব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে মাস্টারদা সূর্য সেন হল পরিদর্শনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মারক বক্তৃতায় অংশ নেন।

চট্টগ্রাম থেকে ১৭ জানুয়ারি বুধবার ঢাকায় ফেরেন প্রণব। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নৈশভোজে যোগ দেন তিনি। ভারতের সাবেক বর্ষিয়ান এই রাজনীতিক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম কোনো দেশে সফর করছেন। এর আগে প্রণব মুখার্জি ২০১৫ ও ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন। রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ১৩ মার্চ ছিল তার প্রথম বাংলাদেশ সফর।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেয়া প্রণবের সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থনদানের বিষয়ে ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় একটি প্রস্তাব উত্থাপন করেন প্রণব। আর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রণবকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিয়েছে আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও আছে প্রণবের। তার স্ত্রী শুভ্রা মুখার্জির বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে শ্বশুরবাড়ি ঘুরে গেছেন প্রণব। অবশ্য তিনি আর বেঁচে নেই। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হাসপাতালে মারা যান শুভ্রা মুখার্জি।