লাইফ স্টাইল ডেস্কঃ
প্রথমে বন্ধুত্ব। সেই সূত্রে ঘনিষ্ঠতা। আর ঘনিষ্ঠতার সূত্রেই বন্ধুকে নিয়ে শপিং করা, পার্কে ঘুরে বেড়ানো, রিকশায় চড়ে আইসক্রিম খাওয়া। এক পর্যায়ে দুজন দুজনার একেবারে মনের কাছাকাছি চলে যাওয়া এবং দুজন-দুজনকে ভালোবেসে ফেলা। এরপর কিছুদিন চুটিয়ে প্রেমের পর বিয়ে।
এসব যে কেবল সিনেমার গল্প তা কিন্তু নয়। আমাদের সমাজে হর-হামেশাই ঘটছে এসব ঘটনা। কিন্তু প্রিয় বন্ধুকে বিয়ে করার পর, তাদের বিবাহিত জীবন কেমন হয়? এই প্রশ্নের উত্তর পেতে বিশ্বজুড়ে সমীক্ষা চালায় মার্কিন এক পত্রিকা।
মার্কিন সেই পত্রিকার সমীক্ষা অনুযায়ী প্রিয় বন্ধুকে বিয়ে করলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ কমে যায়। যারা প্রিয় বন্ধুকে বিয়ে করছেন তাদের জন্য কিন্তু এটা সুখবরই বটে। তবে সুখে থাকার সম্ভাবনা সাধারণের তুলনায় কমে যায় অনেকটাই! এটা কিন্তু অনেকটা মুদ্রার এপিঠ-ওপিঠের মতোই।