ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গভবনে বিএনপি নেতাদের উঞ্চ আতিথেয়তা, ছয় পদের নাস্তা

জাতীয় ডেস্ক রির্পোটঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের প্রতিনিধিরা বঙ্গভবনে অত্যন্ত হূদ্যতাপূর্ণ উঞ্চ আতিথেয়তা পেয়েছেন। মির্জা ফখরুল জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও উঞ্চ আমজে হয়েছে আলোচনা। পরে আপ্যায়নে রাষ্ট্রপতির আন্তরিকতা ছিলো অভাবনীয়।
লে. জেনারেল অব. মাহবুবুর রহমান জানান, বঙ্গভবনে দারুণ সময় কেটেছে রাষ্ট্রপতির সাথে। তিনি অতিশয় আন্তরিক মানুষ। বৈকালিক আপ্যায়নের বিশাল আয়োজন দেখে খুব আপ্লুত হয়েছি। খাবার মেন্যুতে ছিলো-গুড়ের সন্দেশ, ফিস সিঙ্গাড়া, চিকেন পেটিস, কাজু বাদাম, চিকেন স্যন্ডউইচ, জুস, কফি এবং চা। রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলাদা আলাদাভাবে কুশল বিনিময় করেছেন। কথা বলেছেন। খোঁজখবর নিয়েছেন। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে বঙ্গভবনের গোলচত্বর অবধি হেটে আসেন রাষ্ট্রপতি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বঙ্গভবনে বিএনপি নেতাদের উঞ্চ আতিথেয়তা, ছয় পদের নাস্তা

আপডেট সময় ০৩:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
জাতীয় ডেস্ক রির্পোটঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের প্রতিনিধিরা বঙ্গভবনে অত্যন্ত হূদ্যতাপূর্ণ উঞ্চ আতিথেয়তা পেয়েছেন। মির্জা ফখরুল জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও উঞ্চ আমজে হয়েছে আলোচনা। পরে আপ্যায়নে রাষ্ট্রপতির আন্তরিকতা ছিলো অভাবনীয়।
লে. জেনারেল অব. মাহবুবুর রহমান জানান, বঙ্গভবনে দারুণ সময় কেটেছে রাষ্ট্রপতির সাথে। তিনি অতিশয় আন্তরিক মানুষ। বৈকালিক আপ্যায়নের বিশাল আয়োজন দেখে খুব আপ্লুত হয়েছি। খাবার মেন্যুতে ছিলো-গুড়ের সন্দেশ, ফিস সিঙ্গাড়া, চিকেন পেটিস, কাজু বাদাম, চিকেন স্যন্ডউইচ, জুস, কফি এবং চা। রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলাদা আলাদাভাবে কুশল বিনিময় করেছেন। কথা বলেছেন। খোঁজখবর নিয়েছেন। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে বঙ্গভবনের গোলচত্বর অবধি হেটে আসেন রাষ্ট্রপতি।