মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা পুলিশ এক কেজি গাজাসহ রোমান (২২) নামের এক যুবককে আটক করেছে।
আটককৃত রোমান উপজেলার সোনাকান্দা গ্রামের আমির হোসেনের ছেলে।
রবিবার সন্ধ্যায় উপজেলার চাপুড় গ্রামের আশরাফ আলীর বাড়ির সামনের এলখাল-কোরবানপুর সড়ক থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এলখাল-কোরবানপুর সড়কের চাপুড় গ্রামে বিভিন্ন যাবাহনে তল্লাসী চলাকালে একটি সিএনজি চালিত আটোরিক্সার যাত্রী রোমানের সাথে থাকা একটি ব্যাগ থেকে এক কেজি গাজা উদ্ধার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রোমানকে সোমবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।