মো: রায়হান চৌধুরী, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগরে পাচঁ কেজি দুই’শ গ্রাম গাজাসহ ইউছুফ (৪০) নামে এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত যুবক উপজেলার টনকী পূর্ব পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে টনকী গ্রামের হানিফ মেম্বারের বাড়ীর আটকৃত যুবকের ঘর থেকে গাজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের এসাই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাত্রীকাল করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আটকৃত যুবকের নিজ বসত ঘর থেকে ৫ কেজি ২’শ গ্রাম গাজহাউদ্ধারসহ ইউছুফকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনোয়ার হোসেন বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সাকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।