ফয়সল অাহমেদ খান:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে আজ সোমবার উপজেলার ১২৬টি ওয়ার্ডে ৬ হাজার পেকেট খাদ্য সামগ্রী বিতরন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি।
তিনি নিজস্ব অর্থায়নে প্রতিটি ওয়ার্ডের মেম্বার এবং দলীয় নেতবৃন্দের মাধ্যমে নসিমনে করে খাদ্য সামগ্রী পৌছে দেন। প্রতিটি পেকেটে চাল,ডাল ,আটা,তৈল, পিয়াজ, সাবানসহ প্রায় ১৫ কেজি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার,ভাইস চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতৃবৃন্দ ।