ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ট্রলি এক্সিডেন্টে লেবার নিহত ১ আহত ৮

আশিকুর রহমান বাঞ্ছারামপুর (বি-বাড়িয়া)প্রতিনিধিঃ

ব্রাক্ষনবাড়ীয়ার  জেলার বাঞ্ছারামপুরে উপজেলার পাহারিয়াকান্দি গ্রামের মো. ফারুক (২০) মিয়া আজ সকাল ৮ টায় একটি ট্রাক্টা্র চালিত ট্রলিতে করে কাজ করার উদ্দ্যশে গেলে পাশের গ্রামে শুটকি কান্দির ব্রীজের গোড়ায় ট্রলিটি হেলে পরে গেলে ট্রলিতে থাকা ১৫ জন লেবার সহ ডালাই/মিক্সার মেশিন তাদের উপরে পরে যায়। নিহত ফারুক কে ট্রলির নিচ থেকে টেনে হিচরে বের করে।

বাঞ্ছারামপুরে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে ঢাকা মেডেকেলে রেফার করা হলে রাস্তায় মারা যায়।

আহত দুলাল মিয়া, স্বপন মিয়া,কবির মিয়া সাজ্জাদ মিয়া,তপন মিয়া।তবে ২ জনকে ঢাকা চিকিৎসার নেয়া হয়েছে।বাকি জন্য ৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসারর জন্য নেয়া হয়েছে।হাত,পা,ভেংগে গিয়াছে ৩ জনের মাথা ফাটা ও কাটা পরেছে ২ জনের অন্যদের সাধারন ড্রেসিংয়ে ভাল পয়ে যাবে।ট্রলির মালিক মো.কাবিল মিয়ার সাথে মোঠোফোনে চেষ্টা করা হলে ফোন ধরেন নি।

খোজ নিয়ে জানা যায় যে,একই ট্রলিতে উপরে মিক্সার/ডালাই মেশিনের চার পাশে দাড়িয়ে থাকে   ১৫ জন লেবার। আজ কাজে যাওয়ার পথে এই হতাহত ঘটনা ঘটে।আশে পাশের লোকজন বলেন লেবার মালিক টাকার লোভ সামলাতে পারেনা তাই তাদের আজ এই অবস্থা তবে সম্পুর্ন মালিকের দোষ।পাহারিয়া কান্দির ইউপি চেয়ারম্যান মো. গাজি বলেন আমি শোনেছি বড় একটা এক্সিডেন্টর কথা ১ জন নিহত হয়েছে আর কয়েকজন আহত হয়েছে, তবে ট্রলির মালিকের একই গ্রামের।তারা পাশাপাশি বাড়ির তবে আমি শোকাহত।এভাবে বেপরোয়া চলাফেরার কারনে আজ বহু হতাহত হয়ে থাকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বাঞ্ছারামপুরে ট্রলি এক্সিডেন্টে লেবার নিহত ১ আহত ৮

আপডেট সময় ০৩:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
আশিকুর রহমান বাঞ্ছারামপুর (বি-বাড়িয়া)প্রতিনিধিঃ

ব্রাক্ষনবাড়ীয়ার  জেলার বাঞ্ছারামপুরে উপজেলার পাহারিয়াকান্দি গ্রামের মো. ফারুক (২০) মিয়া আজ সকাল ৮ টায় একটি ট্রাক্টা্র চালিত ট্রলিতে করে কাজ করার উদ্দ্যশে গেলে পাশের গ্রামে শুটকি কান্দির ব্রীজের গোড়ায় ট্রলিটি হেলে পরে গেলে ট্রলিতে থাকা ১৫ জন লেবার সহ ডালাই/মিক্সার মেশিন তাদের উপরে পরে যায়। নিহত ফারুক কে ট্রলির নিচ থেকে টেনে হিচরে বের করে।

বাঞ্ছারামপুরে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে ঢাকা মেডেকেলে রেফার করা হলে রাস্তায় মারা যায়।

আহত দুলাল মিয়া, স্বপন মিয়া,কবির মিয়া সাজ্জাদ মিয়া,তপন মিয়া।তবে ২ জনকে ঢাকা চিকিৎসার নেয়া হয়েছে।বাকি জন্য ৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসারর জন্য নেয়া হয়েছে।হাত,পা,ভেংগে গিয়াছে ৩ জনের মাথা ফাটা ও কাটা পরেছে ২ জনের অন্যদের সাধারন ড্রেসিংয়ে ভাল পয়ে যাবে।ট্রলির মালিক মো.কাবিল মিয়ার সাথে মোঠোফোনে চেষ্টা করা হলে ফোন ধরেন নি।

খোজ নিয়ে জানা যায় যে,একই ট্রলিতে উপরে মিক্সার/ডালাই মেশিনের চার পাশে দাড়িয়ে থাকে   ১৫ জন লেবার। আজ কাজে যাওয়ার পথে এই হতাহত ঘটনা ঘটে।আশে পাশের লোকজন বলেন লেবার মালিক টাকার লোভ সামলাতে পারেনা তাই তাদের আজ এই অবস্থা তবে সম্পুর্ন মালিকের দোষ।পাহারিয়া কান্দির ইউপি চেয়ারম্যান মো. গাজি বলেন আমি শোনেছি বড় একটা এক্সিডেন্টর কথা ১ জন নিহত হয়েছে আর কয়েকজন আহত হয়েছে, তবে ট্রলির মালিকের একই গ্রামের।তারা পাশাপাশি বাড়ির তবে আমি শোকাহত।এভাবে বেপরোয়া চলাফেরার কারনে আজ বহু হতাহত হয়ে থাকে।